ইসলাম ধর্মাবলম্বীদের দুই পবিত্রতম মসজিদ কাবা শরিফ ও মসজিদে নববি রক্ষণাবেক্ষণে ‘প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যাট দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড প্রফেট’স মস্ক’ নামের নতুন একটি পরিষদ গঠন করেছে সৌদি সরকার।
পরিষদের শীর্ষ নির্বাহীর পদে রয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদ। মঙ্গলবার বাদশাহের দপ্তর থেকে জারি করা এক ডিক্রিতে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।
পৃথক এক প্রতিবেদনে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এখন থেকে কাবা এবং মসজিদে নববির ইমাম ও মুয়াজ্জিনদের নিয়োগদান, তাদের বক্তব্য বা খুৎবা পর্যবেক্ষণ, দুই মসজিদের চত্বরে ধর্মীয় সভা-সেমিনারের আয়োজন, আগত মুসল্লিদের পরিষেবা প্রদানসহ সার্বিক দেখভালের দায়িত্বে থাকবে নতুন এই পরিষদ।
আপনার মতামত লিখুন :