ইস্পি অরেঞ্জ ড্রিংকের বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৩, ৮:৪০ অপরাহ্ন /
ইস্পি অরেঞ্জ ড্রিংকের বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

রমজানে উপলক্ষে চমকপ্রদ বিজ্ঞাপনে মার্কেট সয়লাব করে ফেলছে ইস্পাহানির ইস্পি অরেঞ্জ ও আমের ইন্সট্যান্ট পাউডার। ইস্পি অরেঞ্জ ড্রিংক পাউডার দিয়ে সরবত বানিয়ে খেয়ে অসুস্থ হয়েছেন এক শিশু, ভোক্তা অধিদপ্তরে এমন অভিযোগ করেছেন কাজী শরীফুল ইসলাম শাকিল নামের এক ব্যাক্তি।

সম্প্রতি রাজধানীর কাওরান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগে শাকিল উল্লেখ করেছে, রমজান মাস উপলক্ষে ইস্পাহানির ইস্পি অরেঞ্জ পাউডার এর ৪টি প্যাকেট কিনেন। পরবর্তী সময়ে এটা পানিতে মিশিয়ে খেয়ে উনার ৪ বছরের মেয়ে অসুস্থ হয়ে পড়ে। কমলা ও আমের পাউডার পরিক্ষা করার জন্য অনেকক্ষণ পানিতে মিশিয়ে নাড়তে থাকেন। তখন এটা না গলে গুড়া গুড়া থেকে যায়। অরিজিনাল অরেঞ্জ ও আমের ফ্লেভারের কথা বলা হলেও এটাতে শুধু রং মিশিয়ে বাজারজাত করেছে ইস্পাহানি।

এ বিষয়ে শাকিল বাংলাদেশ জার্নালকে বলেন, এই শরবত খাওয়ার পর আমার মেয়ের পাতলা পায়খানা হয়েছে কয়েকবার। আমারও পেটে সমস্যা হচ্ছে। আমার এক বন্ধু ক্যামিস্ট ড. রবিনের সাথে যোগাযোগ করি। তার কাছে বিস্তারিত বললে, তিনি বলেন- রং মিশিয়ে বাজারজাত করলে সাধারণত এমন হওয়ার সম্ভবনা বেশি থাকে।

ইস্পি পাউডার ড্রিঙ্কের সিনিয়র এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে চাননি।