নতুন বিতর্কে অভিনেত্রী শ্রাবন্তী


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন /
নতুন বিতর্কে অভিনেত্রী শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : ফের বিতর্কে অভিনেত্রী শ্রাবন্তী। আইনি ঝামেলায় নাম জড়ালো ‘কাবেরী অন্তর্ধান’ নায়িকার। ব্যক্তিগত জীবনকে ঘিরে হামেশাই সংবাদ শিরোনামে থাকেন অভিনেত্রী। তবে এবার শ্রাবন্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ! জালিয়াতির অভিযোগে শ্রাবন্তীর নামে পুলিশে অভিযোগ দায়ের করলেন প্রতারিত গ্রাহকরা।

রোশনের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই মধ্যমগ্রামের স্টার মলে একটি জিমখানা খুলেছিলেন শ্রাবন্তী। ২০২০ সালের নভেম্বর মাসে পথচলা শুরু হয়েছিল সেই জিমের। সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচারও সেরেছিলেন শ্রাবন্তী। উদ্বোধনের দিন হাজির ছিলেন নিজে। জানা যায়, আনোয়ার, অভিষেক, সৌম্য নামের ৩ ব্যক্তির সঙ্গে এই জিম খুলেছিলেন শ্রাবন্তী।

শ্রাবন্তীর মতো তারকা যুক্ত থাকায় সবার চোখ টেনেছিল এই জিম। সারা বছরের সাবস্ক্রিপশনের মোটা টাকা জমা দিয়ে অনেকে ভর্তি হয়েছিলেন সেই জিমে। কিন্তু আচমকাই কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে সেই জিম। কর্তৃপক্ষের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে না পেরে বিপাকে ওই জিমের ট্রেনিরা। অগত্যা কোনও উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়রানির শিকার হওয়া ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামের মাল্টি জিমের প্রতারিত সদস্যরা।

‘দ্য ফিটনেস এম্পায়ার’ জিমের সূচনায় কাঁধখোলা সবুজ গাউনে হাজির হয়েছিলেন শ্রাবন্তী। কেক কেটে চলেছিল উদযাপন। প্রমোশন্যাল ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমার নতুন জগত দ্য ফিটনেস এম্পায়ার এখানে সকলকে স্বাগত। এই প্রথমবার আমি অভিনয়ের বাইরে ফিটনেস ইন্ডাস্ট্রিতে কিছু করতে এসেছি। তোমরাই আমার ভগবান, আমাকে তৈরি করেছ, তাই এবারও বলব তোমরা এসো আমায় ভালোবাসায় ভরিয়ে দাও’। গত ৬ মার্চ এই জিমের অফিসিয়্যাল পেজ থেকে শেষ পোস্ট হয়। সেই পোস্টেও ক্ষোভ উগরে দিয়েছেন প্রতারিতরা।

চলতি বছরের শুরুর দিকেও বিজ্ঞাপনের মাধ্যমে অফার দেওয়া হয়েছিল। ১৮০০০ টাকায় সারা বছরের সাবস্ক্রিপশন। একদফা সাড়ে সাত হাজার টাকা দিয়ে মিলেছিল অ্যাডমিশন। এখানেই শেষ নয়, জিমে যোগ দেওয়ার পর পার্সোনাল ট্রেনারের ফি বাবদ আরও চার হাজার টাকা চোকাতে হয়েছিল। ভর্তির পর হোলির ছুটি, তারপরই হঠাৎ করে জিম বন্ধ হয়ে যায়। শেষমেশ মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে জিম কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে পুলিশ এখনও এই ব্যাপারে কোনওরকম ব্যবস্থা গ্রহণ করেনি। প্রতারিত জিম ট্রেনিদের দাবি, শ্রাবন্তীর কথা শুনেই তাঁরা এই জিমে অ্যাডমিশন নিয়েছিলেন, এইভাবে ঠকতে হবে তা দুঃস্বপ্নেও ভাবেননি। কীভাবে টাকা ফিরত পাওয়া যাবে সেই চিন্তায় ঘুম উড়েছে প্রতারিত জিম ট্রেনিদের।

অন্যদিকে এই অভিযোগ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে শ্রাবন্তী জানিয়েছেন,’ যারা নাম নথিভুক্ত করেছেন তাঁরা নিশ্চয়ই সময়মতো সবকিছু পেয়ে যাবেন। নিশ্চয়ই কোনও কারণ আছে। তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে। নায়িকার কথায়, তিনি কাজ নিয়ে ব্যস্ত থাকায় জিমের দিকে কোন সময় দিতে পারেন না। তবে যারা টাকা দিয়েছেন, তা ফিরত পাবেন এমন আশ্বাস দিলেন অভিনেত্রী।