গালায় ভুল করে আলিয়াকে ‘ঐশ্বর্য’ বলে ডাক!


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৩, ৫:৩৯ অপরাহ্ন /
গালায় ভুল করে আলিয়াকে ‘ঐশ্বর্য’ বলে ডাক!

বিনোদন ডেস্ক : মেট গালার রেড কার্পেটে চোখ ধাঁধানো লুকে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। মুক্তায় মোড়ানো সাদা গাউনে তিনি হাঁটলেন মেট গালার মঞ্চে।

এ বছরই প্রথম মেট গালায় দেখা মিলল ভারতীয় অভিনেত্রীর। ওই অনুষ্ঠানের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, হলিউড মিডিয়া অভিনেত্রীকে ঐশ্বর্য রাই ভেবে ভুল করে বসেন।

ভিডিওতে আলিয়াকে তার সাদা বল গাউনে দেখা যাচ্ছে, যা ডিজাইন করেছিলেন নেপালি-আমেরিকান ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুং। তিনি তার ডিজাইনারের সঙ্গেই ইভেন্টে প্রবেশ করেন, যখন কিছু ফটোগ্রাফার তাকে ঐশ্বর্য বলে ডেকে বসেন।

যদিও খুব সুন্দরভাবেই পরিস্থিতি সামাল দেন আলিয়া। এই ভুলে কোনো প্রতিক্রিয়া না দিয়েই তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসেন।