প্রযোজকরা বিপদে পড়লে ফোন করেন : নোরাকে


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৩, ৫:১৮ অপরাহ্ন /
প্রযোজকরা বিপদে পড়লে ফোন করেন : নোরাকে

আজকালের কন্ঠ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তবে অভিনয়ের চেয়ে আইটেম ড্যান্সার হিসেবেই খ্যাতি রয়েছে তার। বর্তমানে তার সঙ্গে কাজ করা ভীষণ কঠিন বলে জানান এই অভিনেত্রী।

বলতে গেলে পান থেকে চুন খসলেই সমস্যা হয় নোরার, রীতিমতো শর্তও জুড়ে দেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন, মূলত প্রযোজকরা তাকে ফোন করেন, তাদের খারাপ সিনেমা উতরে দেওয়ার জন্য। কয়েকটি গানের দৃশ্যে তার উপস্থিতি রাখারই অনুরোধ সেগুলো। যেন নোরা রাজি হলেই সিনেমাগুলো সাফল্য পাবে। যদিও নোরার দাবি, সেইসব প্রস্তাবের অধিকাংশই প্রত্যাখ্যান করেছেন।

নোরা চান না শুধুমাত্র এক জন নৃত্যশিল্পী হিসেবেই তার পরিচিতি তৈরি হোক। আইটেম গানের সঙ্গেই শুধু নোরাকে নাচতে বলেন সিনেমার নির্মাতারা, যে ব্যাপারটা একেবারেই পছন্দ নয় তার। অভিনেত্রী বলেন, আমি যখন হ্যাঁ বলি, সেটার মানে নিজের পুরোটা দিয়ে দিব, তাই বুঝেশুনে রাজি হই।

তিনি আরও বলেন, দশটা গানের প্রস্তাব দেওয়া হয় আমি একটাতে রাজি হই। আবার কখনও কখনও সবগুলোই না করে দিই। কারণ, এত বেশি গানের দৃশ্য করলে ইন্ডাস্ট্রি আমায় ছকে ফেলে দিতে চাইবে। অধিকাংশ দৃষ্টিভঙ্গি খুব সংকীর্ণ।

প্রসঙ্গত, ‘দিলবার’ ও ‘গরমি’র মতো গানে নোরার উপস্থিতি নজর কাড়ে নেটিজেনদের। এ ছাড়া ‘ভুজ- দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ এবং ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ সিনেমায় অভিনয়ও করেছেন নোরা।বর্তমানে নোরার হাতে চারটি সিনেমা রয়েছে যেগুলো শিগগিরই মুক্তি পাবে বলে জানান এই অভিনেত্রী।

সূত্র : আনন্দবাজার