বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।
সম্প্রতি অন্তার্জালে ঝড় তুলেছেন তিনি। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’ সিনেমা। এতে আইটেম গার্ল হিসেবে নেচেছেন তিনি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে গানটি। হৃদস্পন্দন উঠে গেছে গানে ফারিয়াকে দেখে।
তিনি আরও বলেন, ‘গেল কয়েক দিন কলকাতা ছিলাম। সেখানে একটি নতুন বিজ্ঞাপনের শুটিং করেছি। ঢাকায় ফিরেই আজ থেকে নতুন একটি বিজ্ঞাপনের কাজ করব। এ ছাড়াও আরও কয়েকটি বিজ্ঞাপনের কাজ আছে। সেগুলো বিস্তারিত পরে জানাব।’
আপনার মতামত লিখুন :