পলাশবাড়ীতে চলা-চলের রাস্তায় ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ন /
পলাশবাড়ীতে চলা-চলের রাস্তায় ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ মজনু মিয়া,পলাশবাড়ী,প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে চলাচলের একমাত্র রাস্তায় ময়লা-আর্বজনা ফেলে ভাগাড়ে পরিণত করে মারাত্মক পরিবেশ দুষণ করার প্রতিবাদে ঘন্টাব্যাপি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।(২৮ জুলাই) শুক্রবার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামবাসীর আয়োজনে চৌধুরী বাড়ীর চত্বরে বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহীদুর রহমান চৌধুরী গোলাপ, পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) ছাইফুলার রহমান চৌধুরী তোতা, পলাশবাড়ী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক তাহমিনা বেগম, যুবলীগ নেতা আবু মুসা প্রধান সুমন ও পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. সুরুজ হক লিটনসহ অন্যরা।

বক্তারা বলেন; এলাকাবাসীর সার্বজনীন স্বার্থে ময়লার ভাগাড় দ্রুত অপসারণের মাধ্যমে রাস্তা চলাচলের উপযোগিসহ পরিবেশ দুষণ রক্ষার দাবী জানান। তারা আরো বলেন, হিংসাত্মক প্রতিবেশী অব. সৈনিক হারুন-অর-রশিদ গবাদি পশু পালনের জন্য সুস্থ্য পরিবেশের কোন তোয়াক্কা না করে অপরিকল্পিত ভাবে গরুর খামার তৈরী করেন। ফলে স্বাভাবিক পরিবেশের বিঘ্ন সৃষ্টি করেছে। সামাজিক ভাবে পরিবেশ স্বাভাবিক রাখতে হারুনকে অবগত করা হলেও তিনি ভুক্তভোগীদের পরামর্শের কোন তোয়াক্কা না করে উল্টো মামলা-মোকর্দ্দমার ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছেন। এসময় বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মানববন্ধনে উপস্থিত গ্রামবাসী পরিবেশ রক্ষাকারী এবং আইন প্রয়োগকারী সংস্থার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।