গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপড় সার্বজনীন কালীমন্দির উন্নয়ন ও মিনিশ্মশান সংস্কারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই রোববার বিকাল ৫:০০ ঘটিকায় হোসেনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রী মাখন চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং পলাশবাড়ী উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সদস্য সচিব মোহন চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা,বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পলাশবাড়ী উপজেলা শাখার বাপ্পি গোবিন্দ তালুকদার,বীর মুক্তিযোদ্ধা কনক চন্দ্র সাহা,সাদুল্লাপুর কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পলাশবাড়ী উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে সন্তোষ কুমার বর্মন,হিমাংশু সরকার বাদল,রূপ কুমার সরকার,হোসেনপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন সরকার,হোসেনপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি প্রদীপ চন্দ্র মহন্ত,প্রকাশ কুমার বর্মন, অনুড় চন্দ্র মহন্ত,পীযূষ চন্দ্র সরকার,দিপু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ঝাপড় কালী মন্দির ও শ্মশান পরিদর্শন শেষে শ্মশানের উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার।
দুই-একদিনের মধ্যেই এই মন্দির সহ রাস্তার সংস্কার কাজ শুরু হবে বলে ঘোষণা করেনহোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল
আপনার মতামত লিখুন :