বজ্রপাতে কিশোরের মৃত্যু


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৩, ১২:৫০ অপরাহ্ন /
বজ্রপাতে কিশোরের মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি কল্যাণখালী গ্রামেরই মৃত সালাম মোল্যার ছেলে মোসলেম মোল্যা (১৫)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ওই ইউনিয়নের কল্যাণখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় মোসলেম তাদের বাড়ির পাশে মাঠে গরু নিয়ে দাঁড়িয়ে ছিল। পরে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।