‘আর কখনো কাজ না করলেও আমার আফসোস থাকবে না’


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৪, ৮:১৯ অপরাহ্ন /
‘আর কখনো কাজ না করলেও আমার আফসোস থাকবে না’

এবারের ঈদে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির টেলিফিল্ম ‘শেষমেষ’। মা ও ছেলের আবেগময়ী এক গল্প ছুঁয়ে গেছে প্রতিটি দর্শককে।

‘শেষমেষ’ টেলিফিল্মে মূখ্য চরিত্রে ছিলেন অভিনেতা জিয়াউল হক পলাশ, অভিনেত্রী মনিরা মিঠু ও পারসা ইভানা। তিনজনের অভিনয়ই প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে আবেগতাড়িত হয়েছেন অভিনেত্রী পারসা ইভানা। ‘শেষমেষ’ টেলিফিল্মকে জীবনের সেরা কাজ হিসেবে অভিহিত করেছেন তিনি।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইভানা লিখেছেন, রিয়েল লাইফে অভিনয় করা আর পর্দায় অভিনয় করার মধ্যে অনেক পার্থক্য আছে, এটা আমি আগে বুঝতে পারিনি। ‘শেষমেষ’ কাজটি আমার জীবনের সবচেয়ে সুন্দর একটি কাজ। ধন্যবাদ অমি ভাই, এত সুন্দর একটি চরিত্রে আমাকে কাস্ট করার জন্য। কৃতজ্ঞতা ও ভালোবাসা।

দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইভানা। স্ট্যাটাসের শেষে লিখেছেন, দর্শকদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি আবেগাপ্লুত। আমাদের জন্য দোয়া করবেন।

এদিকে ইভানার সেই পোস্টে মন্তব্য করেন সংগীততারকা রবিউল ইসলাম জীবন। তিনি বলেন, তোমার জীবনের অনবদ্য একটা কাজ হয়ে থাকবে এটা। পুরো টিম দুর্দান্ত কাজ করেছো। ধন্যবাদ সবাইকে।

এর জবাবে অভিনেত্রী বলেন, ‘ধন্যবাদ ভাইয়া। আর কখনো কাজ না করতে পারলেও আমার কোনো আফসোস থাকবে না।’

‘শেষমেষ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, মনিরা মিঠু, চাষি আলম, শিমুল শর্মা, পাভেল, সুমন পাটোয়ারী, ইশরাত জাহিন, তানজিম অনিক, সাদিয়া তানজিন।