সতর্ক বার্তা


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : মে ১৫, ২০২৪, ৮:০১ অপরাহ্ন /
সতর্ক বার্তা

উপরের ছবির ব্যক্তি এস. এম. শামীম হোসেন (মেহেদী) “সভরেইন টেকনোলজি লিমিটেড” এ এপ্রিল ২০১৯ হইতে সহকারী ব্যবস্থাপক, বৈদ্যুতিক এবং রক্ষণাবেক্ষণ বিভাগে নিয়োগ প্রাপ্তির মাধ্যমে কর্মরত ছিলেন।

বিগত ছয় মাসের হিসাব পর্যলাচনা করে দেখা যায়, রক্ষণাবেক্ষণ কাজের দুইটি বিল বাবদ ১,১৭,৯৬৪/= (এক লক্ষ সতেরো হাজার নয়শত চোষট্টি) টাকা গ্রাহকের কাছথেকে উত্তোলন করে অফিসে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করে।

তার স্বীকারোক্তি গ্রহণের মাধ্যমে ১২ই মে ২০২৪ ইং তারিখে তাকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করা হয়।