যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত ইসরায়েল


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন /
যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত ইসরায়েল

যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে ফের যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। মধ্যস্থতাকারী এসব দেশ হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের ১৫ আগস্ট থেকে আবারও আলোচনা শুরুর জন্য চাপ দেয়।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১০ মাস ধরে চলা এ যুদ্ধ থামাতে বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে। তবে ইসরায়েলের কারণে বারবার এটি ব্যর্থ হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রধান মধ্যস্থতাকারী তিন দেশ হামাস ও ইসরায়েলকে জানায় তারা যেন কাতারের রাজধানী দোহা অথবা মিসরের রাজধানী কায়রোতে আলোচনা শুরু করে। এছাড়া দুই পক্ষ যেসব বিষয়ে এখনো ঐক্যে পৌঁছাতে পারেনি সেগুলোর সমাধানেরও আহ্বান জানানো হয়।

মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে যুদ্ধবিরতির আলোচনা করতে রাজি হলেও দখলদার ইসরায়েল ফের গাজার খান ইউনিসে হামলা চালিয়েছে। তারা নতুন করে খান ইউনিস থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেছে।