বেশ অনেকটা দিন বিরতির পর মাঠের খেলায় ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। এর আগে অবশ্য ‘এ’ দলের মোড়কে অনেকেই খেলেছেন পাকিস্তান শাহিনসদের বিপক্ষে। চারদিনের সেই ম্যাচের ফলাফলে ‘ড্র’ উল্লেখ থাকলেও মাঠের খেলায় দেশের ক্রিকেটপ্রেমীদের মন ভরাতে পারেনি বাংলাদেশ।
পাকিস্তান শাহীনসদের বিপক্ষে চারদিনের সেই ম্যাচের স্কোয়াডে ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে মুশফিকের চেয়ে লম্বা ক্যারিয়ার আছে কেবল জিম্বাবুয়ের শন উইলিয়ামসের। তবু মুশফিক এবারে পাকিস্তান সফরে ছিলেন ‘এ’ দলের সদস্য হয়ে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। কথা বলেছেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার আর নিজেদের প্রস্তুতি নিয়ে। কথা বলতে গিয়ে পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের এই তারকা।
আপনার মতামত লিখুন :