নিখোঁজ সংবাদ


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন /
নিখোঁজ সংবাদ

এত দ্বারা সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনাব মোঃ কাওসার আলম, পিতা- মোঃ আবুল কালাম, মাতা- সাহেরা বেগম, স্থায়ী সাং- ভবানীপুর, ভবানীপুর শাহারাস্থী, পোষ্ট সরসক (৩৬২০) জেলা- চাঁদপুর। বর্তমান সাং- শাহজাদপুর, পান্থনীড়, হোল্ডিং নং- গ-৩/১ সি, ওয়াড নং-১৮, থানা- গুলশান, জেলা- ঢাকা। যাহার পাসপোর্ট নং- A02003599।

তিনি দীর্ঘ দিন যাবৎ প্যারাডাইজ গ্রুপে ম্যানেজার হিসাবে কাজ করিয়া আসিতে ছিলেন কিন্তু কোন প্রকার কারন ছাড়াই বিগত ১৩-১০- ২০২৪ ইং তারিখ হইতে হঠাৎ করে অফিসে আসা বন্ধ করে দেন, পরবর্তীতে তাহার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোন ভাবে তাহার সন্ধান না পেয়ে তাহার বাসায় খোঁজ নিতে গেলে তাহার স্ত্রী জানায় বাসায় ঝগড়া করে তিনি বাসা থেকে চলে গেছেন কাউকে কিছু বলে চলে যান নাই।

যাহার প্রেক্ষিতে আমরা বনানী থানায় একটি সাধারন ডাইরী দায়ের করি যাহার নাম্বার- ৯২৩ এবং একটি লিগ্যাল নোটিশ প্রদান করি। তিনি অফিসের কাউকে কোন কিছু না বলে আমাদের কোম্পানীর মূল্যবান কাগজপত্র ও বিপুল পরিমান টাকা নিয়ে পালিয়ে গেছেন। কেউ সন্ধান দিতে পারলে তাহাকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা পুরুষ্কার দেওয়া হইবে।

তাহার সন্ধান দাতাকে বনানী থানায় অথবা ৩৪, কামাল আতার্তুক এভিনিউ, আউয়াল সেন্টারের ১১ তলায় প্যারাডাইজ গ্রুপে অফিস চলাকালিন সময়ে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।