এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ১:৪১ অপরাহ্ন /
এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ

:: সাঈদা বেগম তাহেরা ::

আসসালামু আলাইকুম, প্রিয় এসএসসি ২৪ ব্যাচের শিক্ষার্থীদের। আর মাত্র কিছু রাত পেরুলেই তোমরা সবাই তোমাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের সবার জন্য থাকবে অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। এই পরীক্ষার জার্নিতে কিছু জিনিস শেয়ার করছি যেগুলো হয়তোবা তোমার এই পরীক্ষার জার্নিতে সহায়তা করবে:-

১. পরীক্ষা দিতে যাওয়ার আগে একটি সুন্দর চেকলিস্ট তৈরি করে নিজের বাসার Exit Door এর সামনে টাঙিয়ে রাখবে অথবা অ্যাটাচ করে রাখবে। যেই চেক লিস্টে থাকবে পরীক্ষায় যাওয়ার জন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো। যেমন : ৩ টি কলম, ২ টি পেন্সিল, রাবার, স্কেল, রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, পানির বোতল ইত্যাদি।

২. বাসা থেকে বের হবার আগে অবশ্যই চেক করে নিবে যে সকল জিনিসপত্র ঠিকভাবে নিয়েছো কি না।

৩. পরীক্ষা দিতে বের হবার আগে খেয়ে নিবে ঠিক মতোন এবং পানি খাবে বেশি বেশি।

৪. এই পরীক্ষার সেশনে ঘুম কিন্তু অবশ্যই ঠিক মতোন দিতে হবে। দ্রুত অর্থাৎ রাত ১০:৩০-১১ টা এর মধ্যে ঘুমিয়ে যাবে এবং ফজর এর ওয়াক্তে উঠে যাবে।

৫. পরীক্ষার সময় ১০ টায় যেহেতু, তাই নিজের বাসা থেকে পরীক্ষার সেন্টার এর দূরত্ব আগে ঠিক মতোন দেখে বেশি সময় হাতে রেখে বাসা থেকে সকাল সকাল বের হয়ে যাবে। কারণ জ্যাম এর কোনো নিশ্চয়তা নেই।

৬. পরীক্ষার পর MCQ মেলানোর কোনো প্রয়োজন নেই।

৭. একটি পরীক্ষা খারাপ হলে সেটা নিয়ে না ভেবে পরবর্তী পরীক্ষার জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নিবে। খেয়াল রেখো সেই একটি পরীক্ষার প্রভাব যেনো বাকি পরীক্ষা গুলোতে না পড়ে।

৮. নিয়মিত হালকা ব্যায়াম করে নিবে, যেনো সুস্থ থাকতে পারো ঠিক মতোন। এই পরীক্ষার দিনগুলোতে বাহিরের খাবার একদম নিষিদ্ধ। কারণ অসুস্থ হলে কিন্তু পেরা।

৯. নিয়মিত প্রার্থণা করবে অর্থাৎ নামাজ পড়বে, তোমার এবং তোমার বন্ধুদের জন্য দোয়া করবে বেশি বেশি।

১০. পরীক্ষার হলে বেশি নার্ভাস হয়ে গেলে বড় করে শ্বাস নিবে এবং পানি পান করবে।

১১. পরীক্ষা শুরু করার আগে বিসমিল্লাহ, রাব্বি জিদনী ইলমা পড়ে নিবে।

১২. পরীক্ষার আগে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে।

১৩. পরীক্ষার আগের রাতে প্রয়োজনীয় জিনিসগুলো আগে আগে গুছিয়ে নিবে, যেনো সকালে উঠে তাড়াহুড়ো করতে না হয়।

১৪. পরীক্ষার শেষ মুহূর্তে মাথা অনেক বেশি ঠান্ডা রাখাটাই শ্রেয়, দেখবে সব সুন্দর করে হয়ে যাবে।

১৫. পরীক্ষার সময়টাকে ভাগ করে নিও, যেনো শেষে কয়েক মিনিট বাকি থাকে রিভিশন এর জন্য।

১৬. পরীক্ষার সময় স্যার যে যে ইনস্ট্রাকশন দিবে সেগুলো মনোযোগ দিয়ে শুনবে, কোনো রকম সমস্যা সম্মুখীন হলে দ্রুত শিক্ষকের কাছে গিয়ে শেয়ার করবে, উনি সমাধান দিয়ে দিবে। রোল, রেজিস্ট্রেশন নম্বর, সেট কিন্তু একদম সাবধানতার সাথে পূরণ করবে, কোথাও কোনো ভুল হলে সাথে সাথে জানাবে শিক্ষককে।

১৭. নিজের প্রতি আত্মবিশ্বাস রেখো, অবশ্যই তুমি সেরাটা দিয়ে আসবে এবং সেরা করবে ইনশাআল্লাহ।

সবার জন্য রইলো অনেক অনেক দোয়া এবং শুভ কামনা। ফি আমান ইল্লাহ।