খুলেছে সুন্দরবনের দুয়ার, প্রথম দিনে পশ্চিম বনে ২৮৮২ জেলের প্রবেশ


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন /
খুলেছে সুন্দরবনের দুয়ার, প্রথম দিনে পশ্চিম বনে ২৮৮২ জেলের প্রবেশ

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে খুলেছে সুন্দরবনের দুয়ার। রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকে সুন্দরবনে উন্মুক্ত হয়েছে পর্যটক, বাওয়ালি, জেলে ও মৌয়ালদের প্রবেশাধিকার। প্রথম দিনে সুন্দরবনে পশ্চিম বন বিভাগে ২ হাজার ৮৮২ জন জেলে মাছ ও কাঁকড়া শিকারের জন্য প্রবেশ করেছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতায় খুলনা ও সাতক্ষীরা নামে ২টি রেঞ্জ, ৯টি স্টেশন এবং ২৮টি টহল ফাঁড়ি রয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতাধীন সুন্দরবনের মোট আয়তন ৩৫৭৩.২৮ বর্গ কিলোমিটার এবং তার মধ্যে খুলনা জেলার আওতায় সুন্দরবনের আয়তন ২০৭২.২৪ বর্গ কিলোমিটার। বাকিটা সাতক্ষীরা জেলাধীন।

জুন থেকে আগস্ট পর্যন্ত এই তিন মাস প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী ও খালে থাকা বেশির ভাগ মাছ ডিম ছাড়ে। এ কারণে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মন্ত্রিপরিষদের নির্দেশে সুন্দরবনে সবার প্রবেশের অনুমতি বন্ধ রেখেছিল বন মন্ত্রণালয়। তিন মাসের জন্য জেলে ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশ বন্ধ হয়ে যায়। রোববার থেকে সেই নিষেধাজ্ঞা উঠে গেছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, তিন মাস বন্ধ থাকায় মানুষ উন্মুখ হয়ে ছিল সুন্দরবনে প্রবেশের জন্য। আজ সকাল থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। জেলেরা বিভিন্ন স্টেশন থেকে পাস-পার্মিট নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করছেন। প্রথমদিনে সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতাধীন খুলনা ও সাতক্ষীরার ৯টি স্টেশন থেকে ২ হাজার ৮৮২ জন জেলে মাছ ও কাকড়া শিকারের জন্য সুন্দরবনে প্রবেশ করেছে। তবে আবহাওয়া খারাপ থাকায় ভ্রমণের জন্য পর্যটক তেমন আসেনি।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সেক্রেটারি নাজমুল আযম ডেভিড বলেন, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দ্বার খুলে দেওয়া হলেও তাতে পর্যটন ব্যবসায়ীদের তেমন একটি লাভ হবে না। কারণ এখন পর্যটনের অফ সিজন। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সুন্দরবনে পর্যটনের মৌসুম। এখন তেমন পর্যটক নেই।

খুলনার বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে রোববার (১ সেপ্টেম্বর) থেকে খুলছে সুন্দরবনের দুয়ার। জেলে, বাওয়ালিরা স্ব স্ব স্টেশন থেকে পাস-পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবে। একইসঙ্গে পর্যটকরাও এদিন থেকে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের প্রধান বৃক্ষ প্রজাতি সুন্দরী এবং গেওয়া। এছাড়া পশুর, ধুন্দল, গরান, বাইন, কাঁকড়া, কেওড়া ইত্যাদি গাছও প্রাকৃতিকভাবে জন্মে। ১৯০৩ সালে মিস্টার ডেভিড প্রেইন সুন্দরবন ও সংলগ্ন এলাকার গাছপালার ওপর লিখিত তার গ্রন্থে ৩৩৪টি উদ্ভিদ প্রজাতি লিপিবদ্ধ করেছেন। ১৬৫ প্রজাতির শৈবাল ও ১৩ প্রজাতির অর্কিডও পাওয়া যায় সুন্দরবনে। আজ পর্যন্ত জানা প্রায় ৫০টির অধিক প্রকৃত ম্যানগ্রোভ উদ্ভিদ প্রজাতির মধ্যে কেবল সুন্দরবনেই আছে ৩৫টি প্রজাতি। অধিকাংশ ম্যানগ্রোভ উদ্ভিদ চিরসবুজ, খাটো গুল্মজাতীয় অথবা লম্বা বৃক্ষজাতীয়। সুন্দরবন নানা ধরনের প্রাণী বৈচিত্র্যে অনন্য। রয়েল বেঙ্গল টাইগারের সর্বাধিক গুরুত্বপূর্ণ আবাসস্থল হলো সুন্দরবন।

সুন্দরবনে প্রায় ২৮৯ প্রজাতির স্থলজ প্রাণী বাস করে। এছাড়া আছে প্রায় ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উভচর এবং বিভিন্ন প্রজাতির মাছসহ ২১৯ প্রজাতির জলজ প্রাণী। রয়েল বেঙ্গল টাইগার ছাড়া সুন্দরবনের উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে চিত্রা হরিণ, মায়া হরিণ, রেসাস বানর, বন বিড়াল, সজারু, উদ বিড়াল এবং বন্য শূকর। প্রায় ৩৫ প্রজাতির সরীসৃপের মধ্যে সুন্দরবনের সবচেয়ে বড় সদস্য মোহনার কুমির, এদের সংখ্যা প্রায় ২০০। সাপের মধ্যে রাজগোখরা, অজগর, কেউটে এবং কয়েক প্রজাতির সামুদ্রিক সাপ।