খান মাহাদী :- ঈদে অভিনয় শিল্পীরা যে কোনো সময়ের তুলনায় বেশি ব্যস্ত হয়ে পড়েন শুটিং নিয়ে। এ বছরও দেশের নানা জায়গায় শুটিং চলছে। গাজীপুরের পূবাইল আর উত্তরার শুটিং হাউজগুলোতে টানা শুটিং চলছে ঈদের নাটকের।এদিকে বর্তমান সময়টা ঈদের নাটক ও শর্ট ফিল্ম নিয়ে অন্যান্য অভিনয় শিল্পীদের মতই ব্যস্ত হয়ে পড়েছেন মঞ্চ ও টিভি অভিনেত্রী উর্মি আহমেদ।
বর্তমানে কোন কাজ নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী ঊর্মি বলেন, এবারের ঈদে আমার একটি ধারাবাহিক নাটক দেখতে পাবেন বেসরকারি চ্যানেলে।এছাড়াও ঈদে এ এম এন্টারটেইনমেন্ট এর ড্রামা সিরিজের ‘লাভ & রিভেঞ্জ’ রয়েছে।যেটি রচনা ও চিত্রনাট্যে আছেন সজিব চিশতি, পরিচালনায় আহসান হাবীব মামুন।হাতে আরও কিছু কাজ চলমান রয়েছে।
অভিনয়ের শুরুটা হয়েছিল কিভাবে এমন প্রশ্নের জবাবে উর্মি বলেন, আমার প্রথম অভিনয় শুরু হয় এটিএন বাংলা কাজলী মেম শাপলা শালুক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে অনেক ছোট ছোট নাটিকায় আমি ছিলাম।এরপর বাংলাদেশ টেলিভিশন মেঘ বালিকা নজরুলের বিশেষ নাটক সেখানে একটি ছোট্ট চরিত্রে ছিলাম। এছাড়া সাপ্তাহিক নাটক মুক্তি বাংলাদেশ টেলিভিশনে।
তারপর আস্তে আস্তে অভিনয় আসা এই ছোট ছোট কাজে সবার প্রশংসা পেয়েছি অনেক। কিছুদিন আগে রায়হান রাফির ফ্রাইডে রিলিজ হল সেখানে একটি চরিত্রে আমি ছিলাম শিক্ষক চরিত্রে যারা দেখেছে সবাই খুব প্রশংসা করেছেন।
অভিনয় প্রসঙ্গে উর্মি আরও বলেন, আসলে চরিত্র যাই হোক এটাকে ফুটিয়ে তোলা মূল বিষয়। আমি সব সময় কি চরিত্রে আছি সেটা দেখি না চরিত্রটাকে নিজের মধ্যে ধারণ করি এবং সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি।ভিউ বড় কথা না কাজটি কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু কোয়ালিটির সম্পূর্ণ এটা হচ্ছে মূল ফ্যাক্ট।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করছি। আমার প্রথম মিউজিক ভিডিও রিলিজ হয় বাংলাদেশ টেলিভিশনে দিন বদল অনুষ্ঠান সেখানে আমার গরুর গাড়িতে গানটিতে আমি মডেল হিসেবে কাজ করেছি।ভালোবেসে সখী রবীন্দ্রন সংগীতের মডেল ছিলাম।সারোয়ার মাহিন, আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিল্পীদের মডেল হিসেবে কাজ করেছি আমি।
আপনার মতামত লিখুন :