আজকালের কন্ঠ ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদী থেকে পাথর উত্তোলন করতে গিয়ে আবুল হাসেম (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে নৌকা ডুবে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সীমান্তবর্তী যাদুকাটা নদীতে বারকি নৌকা নিয়ে পাথর তুলতে যান শ্রমিকরা। সকালের দিকে হঠাৎ ঝোড়ো বাতাসের সঙ্গে নদীতে ঢেউ উঠতে থাকে এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বারকি নৌকাটি ডুবে যায়। এ সময় সঙ্গীরা সাঁতার কেটে তীরে উঠলেও আবুল পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।
লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খন্দকার রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :