বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের উদ্যোগে কাউন্সিলরদের সংবর্ধনা


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ন /
বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের উদ্যোগে কাউন্সিলরদের সংবর্ধনা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরী কোনাবাড়ীতে বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের উদ্যোগে কোনাবাড়ী থানার সকল কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সংবর্ধনা, সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে।

গত ১১ই আগস্ট রোজ শুক্রবার সংগঠনের অস্থায়ী কার্যালয় এ সংবর্ধনা দেওয়া হয়।

মোঃ হুমায়ুন কবির বাদল সভাপতি বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের সভাপতিত্বে মো. কবির হোসেন খান সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাব এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুর রহমান মাস্টার, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সেলিম রহমান,৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল আমিন তপন,১২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্বাস উদ্দিন খোকন,১০নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ খলিলুর রহমান এম.এ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কাউসার আহম্মেদ, মহিলা কাউন্সিলর তাসলিমা নাসরিন, ইসরাত জাহান শিল্পী সহ বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের সাধারণ সম্পাদক মো. এমদাদুল ইসলাম রানা, (সাবেক) সাধারণ সম্পাদক জাফরুল হাসান রনি, সিনিয়ার সহ-সভাপতি মহিউদ্দিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস সিকদার, সহ-সভাপতি মিজানুর রহমান, রাকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাইদুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মামুন হোসেন, তথ্য ও সমাজকল্যাণ সম্পাদক৷ শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এইচ এম রুবেল, সহ সাংগঠনিক মিজানুর রহমান সহ সকল নির্বাহী সদস্যবৃন্দ।

এ সময় নবনির্বাচিত সকল কাউন্সিলরদের কে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করা হয়।