ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মাদরাসাছাত্রীর


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৩, ৭:০২ অপরাহ্ন /
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মাদরাসাছাত্রীর

আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোণা সদরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে পান্না আক্তার (১৫) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বড় ভাই শরীফ মিয়া।

নিহত ছাত্রী পান্না আক্তার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের হরিপুর গ্রামের মস্তু মিয়ার মেয়ে। সে কান্দি আলিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।

বুধবার (৯ আগস্ট) সকালে জেলা শহরের কুড়পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত পান্না আক্তার তার বড় ভাই শরীফ মিয়ার সঙ্গে মোটরসাইকেলে গ্রামের বাড়ি থেকে জেলা শহরে দিকে যাচ্ছিল। এ সময় তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পান্না আক্তার মারা যান। আর তার ভাই শরীফ মিয়া আহত হন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, চালকসহ ট্রাক আটক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।