ঝালকাঠি জেলা প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি-আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ই, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোঃ ইলিয়াস বেপারী, জেলা যুবলীগের আহবায়ক এবং ঝালকাঠি সরকারি কলেজ ছাত্র সংসদ’র সাবে জিএস রেজাউল করিম জাকির, প্রভাষক ফারজানা আখতার ইমা, মুহাম্মদ আসাদুজ্জামান তালুকদার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওন, সাধারণ সম্পাদক কাওসার হোসেন প্রমুখ। আলোচনা সভার সঞ্চলনা করেন প্রভাষক আশিষ হালদার।
আপনার মতামত লিখুন :